কঠিন সময় নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

কঠিন সময় নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

শৈশব কৈশরের গুন্ডি পেরিয়ে যখন আমরা যৌবনে উপনীত হই তখন আমরা বাস্তবতা নামক ধাঁধার  সংমিশ্রণ আবদ্ধ হয়ে যাই।শৈশব প্রতিটা মানুষের একটা স্মৃতি মধুর অনুভূতির নাম চার দ্বারা সে তার শৈশবের স্মৃতিচারণ করতে পারে। উদাহরণস্বর বলা যেতে পারে যখন আমরা ছোট্ট একটি চারা রোপন করি তখন সেটাকে যত্ন আদর্শহীন মমতা দিয়ে আস্তে আস্তে যখন বড় করে দেই তখন সে তার দায়িত্ব সম্পর্কে অবগত হয়ে যায়। ঠিক তেমনি প্রতিটা মানুষের জীবনে শৈশব বিহীন জীবন অকল্পনীয় একটা সময় থাকে বা আমার হাত ধরে আমাদের বেরোতে হয় আবার একটা সময় যখন হয় তখন আমরা বাবা-মার হাত ধরে ছোট বাচ্চার মত তাদেরকে লালন পালন করতে হয় জীবনের এই বাস্তবতা নামক পদক্ষেপেই হল যুদ্ধ। তবে একটি বিশেষ এই কৌশলটা এক একজনের এক এক রকমের হয়ে থাকে। যারা বড়লোক ঘরে জন্মগ্রহণ করেছে এবং সোনার চামচ মুখ দিয়ে শৈশব কাটিয়েছে তাদের কাছে অভাব  একটা অতি তুচ্ছ বিষয়। আবার যারা ছোটবেলা থেকেই অতি দুঃখ-কষ্টের শহীদ মানুষ হয়েছে তাদের কাছে অবাক নামক জিনিসটা গুরুত্ব অপরিসীম  তারা বাস্তবতা নামক এই যুদ্ধের ময়দানে নিজেকে সোঁপে দিয়েছে। বাস্তবতা এমন একটা বিষয় যা আপনি না চাইলেও এর সম্মুখীন হতে হবে কোনভাবেই এর থেকে পলায়ন সম্ভব না। অনেক সময় বাস্তবতা নামকই যুদ্ধ অনেকে হেরে গিয়ে হতাশায় নিমজ্জিত হয়ে যায় এবং জীবনে কালো অন্ধকার নেমে আসে তাদের। আবার যারা সাহসিকতার সহিত বাস্তবতা নামক এই যুদ্ধে শামিল হয়ে যুদ্ধ চালিয়ে যায় তারা এক অপ্রতিরোধ্য যোদ্ধা বাস্তবতা তাদের কাছে  এক শব্দের নাম।

প্রতিটি মানুষের মনে রাখা উচিত সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না সময় হলো একটা আপেক্ষিক বিষয় যা জীবনের অন্তনিত অর্থ বহন করে। যে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে বাস্তবতা নামক যুদ্ধে সামিল হয় তার কাছে পরাজয় একটা গ্লানির নাম। আবার যে সময়মতো অতিরিক্ত চিন্তাশক্তির দ্বারা বাস্তবতার যুদ্ধকে হার মানায় তারাই হলো প্রকৃত যোদ্ধা। বাস্তবতা নামক কঠিন যুদ্ধে যদি আপনি পরাজিত হয়ে হাত গুটিয়ে বসে থাকেন তাহলে নিশ্চিত থাকুন আপনার জীবন অন্ধকারে নিমজ্জিত চাইলেও আর আলোর মুখ দেখতে পারবেন না যদি আপনি আপনার ইচ্ছা শক্তিকে জাগিনা তুলেন। আপনার জীবন চলার পথে নানান  ঘাত প্রতিঘাত ও চড়ুই-উত্রাইয়ের সম্মুখীন হতে হবে তাই বলে আপনি হতাশায় বুক করতে পারেন না।

তাই আজকে আমরা এই প্রতিবেদনটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি যুদ্ধ কঠিন বাস্তবতার জীবনে কিভাবে মোকাবেলা করতে পারেন। তারই সব বিস্তারিত খাঁটি নুটি। যে উক্তিগুলো পড়লে আপনি অনুপ্রাণিত হবেন এবং আপনার মনমানুষ শক্ত হবে এবং কঠিন বাস্তবতার কাছে নিজেকে হার না মানিয়ে একজন যোদ্ধা হিসাবে পরিগণিত হবেন।

জীবনে কঠিন সময় নিয়ে উক্তি:

 

প্রতিটা মানুষের জীবনে খারাপ ভালো সংমিশ্রণে তাদের জীবন অতিবাহিত হয়। আপনি যে সব সময় সুখেই থাকবেন এর কোন যৌক্তিক কারণ নেই আবার সব সময় যে দুঃখে দিন কাটাবেন এরও অপ্রয়োজনীয় কোন ব্যাখ্যা নেই যথা সময়ে আল্লাহ মানুষকে সর্বোত্তম জিনিস দিয়ে পরীক্ষা-নিক্ষা করেন তাই ধৈর্য হারানো যাবেনা ধৈর্য হলো মহৎ গুণ ধৈর্য সহকারে বাস্তবতা নামক যুদ্ধে শামিল হতে হবে।

১। আপনি যদি কোনও জিনিস নিয়ে বেশী সময় ব্যয় করেন, তাহলে আপনি তা কখনোই সম্পন্ন করতে পারবেন না।

_ ব্রুস লি

২। যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না, আসুন আমরা চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায়।

_ নিকোস কাজান্টজাকিস

৩। হারিয়ে যাওয়ার সময় কখনো ফিরে আসেনা।

_ সংগৃহীত

৪। বাস্তবতার বিরুদ্ধে যুদ্ধের একমাত্র অস্ত্র হলো “কল্পনা”

_লুইস ক্যারল

৫। সময় বেশী লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলেই প্রতিষ্ঠা পাবে।

_ ডব্লিউ এস ল্যান্ডের

৬। বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না, তবে তা নিশ্চিত করে।

_গুস্তাভে ফ্লুবার্ট

৭। জীবন একটি সাইকেল চালানোর মত। পরে যেতে না চাইলে অবশ্যই আপনাকে চলতে থাকতে হবে।

_আইনস্টাইন

কঠিন সময় নিয়ে স্ট্যাটাস:

 

সৃষ্টিকর্তা প্রতিটি মানুষের হৃদয় অতি আবেগপ্রবণ এবং নরম করে দিয়েছে কারণ রুদ্র কঠিন হৃদয় কখনো স্রষ্টার গুন কীর্তন করতে পারে না। সৃষ্টিকর্তার এই বিশেষ নিয়ামত আমাদের জীবনে অমিও পানি হিসাবে ধরা দিক এই কামনায় রইলো।

আপনারা যারা ফেসবুকে কষ্টের দিনে বা কষ্টের সময় স্ট্যাটাস দিতে চান। তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনাদের সামনে অসাধারণ বিষয়গুলো উপস্থাপন করবে। যেগুলো আপনার সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে আপলোড করে মানুষের আকর্ষণ পেতে পারেন।

১। বড়ো হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে।

– ডিকেন্স

২। বাস্তব জগতের একটি সীমানা আছে, কিন্তু কল্পনার জগতের কোন সীমা নাই ।

_জ্যঁ জ্যাক রুশো

৩। আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।

_ হযরত মোহাম্মদ (সঃ)

৪। বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।

_ হুমায়ূন আহমেদ

৫। কোনোকিছু আমাদের কাছে সবচেয়ে বেশী মূল্যবান মনে হয় দুটি সময়ে। সেটি অর্জন করার পূর্বে এবং হারিয়ে ফেলার পর। এই দুইয়ের মধ্যেবর্তী সময়ে তার মূল্য মাথায় রাখুন। তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে।

_সংগৃহীত

৬। জীবন কাঁটাময় এক যাত্রা

সাহস দিয়ে যাকে করতে হয় জয়,

বানানো রাস্তায় তো সবাই চলতে পারে

রাস্তা বানিয়ে নেয় যে, মানুষ বলে তার পরিচয়।

কঠিন সময় নিয়ে ক্যাপশন:

 

ভালো মন্দ সুখ-দুঃখ চড়ুই উত্রই নিয়ে প্রতিটি মানুষের জীবন গঠিত। তাই আজকের এই ক্যাপশনে আপনাদের জন্য কষ্ট করে বাছাই করে নিয়ে কিছু ক্যাপশন তুলে ধরব। যেগুলো পড়লে আপনি আপনার জীবনকে বদলাতে পারেন এবং প্রতিটি মানুষের উচিত নিজের জীবনকে বদলানো যা দেখে মানুষ আশ্চর্য হয়ে যায়।

১। যৌবনের অপচয়কৃত সময়ের ক্ষতি অবশ্যই পূরন করতে হবে, যদি তুমি সন্তোষজনক সমাপ্তি অনুসদ্ধান করো।

_ আলী ইবনে আবু তালিব (রাঃ)

২। কিছু লোক আছে যারা স্বপ্নের জগতে বাস করে, কিছু লোক আছে যারা বাস্তবতার মুখোমুখি হয়; তারপরে এমন ব্যক্তিরা আছেন যাঁরা একটিকে অপরটিতে পরিণত করে।

_ ডগলাস এভারেট

৩। যে লোক জীবনের একটি ঘন্টা নষ্ট করার সাহস করে, সে আসলে জীবনের মূল্য এখনও বোঝেনি।

_ চার্লস ডারউইন

৪। ভাগ্য হচ্ছে এমন একটা চিরন্তন সত্য যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। যেটা যার কপালে লেখা নেই সেটার জন্য হাজার চেষ্টা করলেও কোন লাভ নেই, আবার অনেকে আছেন যারা যেটা কোনদিন কল্পনাও করেননি সেটাও পেয়ে যাচ্ছেন।

_রেদোয়ান মাসুদ

৫। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে, তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়।

_ বেকেন বাওয়ার

কঠিন সময় নিয়ে কবিতা:

 

আজকের এই প্রতিবেদনটিতে জীবনের কঠিন সময় নিয়ে অসাধারণ কিছু কবিতা আপনাদের সামনে তুলে ধরা হলো যা আপনারা নিঃসঙ্গে রাখতে পারেন এবং নিজের দরকারে তা ব্যবহার করতে পারেন। এবং বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সবার কাছে শেয়ার করে মনের আকুলতাকে একটু হলেও হালকা করতে পারেন। তাহলে আর দেরি নয় নিচে দেয়া হল কিছু কবিতার সারাংশ।

দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার

লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!

 দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,

ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?

কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।

এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।

তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!

যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।

ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,

ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।

 অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন

কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।

হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?

কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার

 গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ,

পশ্চাৎ-পথ-যাত্রীর মনে সন্দেহ জাগে আজ!

কান্ডারী! তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ-মাঝ?

করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছ যে মহাভার!

 কান্ডারী! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর,

বাঙালীর খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর!

ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর!

উদিবে সে রবি আমাদেরি খুনে রাঙিয়া পূনর্বার।

 ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,

আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান

আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ?

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুশিয়ার! বাজ,

পশ্চাৎ-পথ-যাত্রীর মনে সন্দেহ জাগে আজ!

কান্ডারী! তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ-মাঝ?

করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছ যে মহাভার!

কান্ডারী! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর,

বাঙালীর খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর!

ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর!

উদিবে সে রবি আমাদেরি খুনে রাঙিয়া পূনর্বার।

 ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,

আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান

আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ?

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুশিয়ার!

পরিশেষে : সর্ব সাকুল্যে আজকের এই প্রতিবেদনটি দ্বারা আমরা আপনাদের কষ্ট নামক বাস্তবতার বিস্তারিত তথ্য তুলে ধরেছি যার দ্বারা আপনা আপনাদের মনের ভাবকে অন্যজনের সামনে তুলে ধরতে পারেন। আশা করি আমাদের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *