মাহফুজ আহমেদ হলেন একজন বাংলাদেশী অভিনেতা। টিভি নাটক, চলচ্চিত্রে অভিনয়, মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি টিভি ধারাবাহিক নির্মাণ করে থাকেন। তিনি দুইবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি পাঁচবার মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।
লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণকারী মাহফুজ ১৯৯০-এর দশকের প্রারম্ভে টেলিভিশনে অভিনয় শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য কাজ হল তার নূরুল হুদা চরিত্র। এই চরিত্রে তার কাজের জন্য তিনি ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত টানা চারবার এবং ২০০৯ সালে অপর একটি-সহ মোট পাঁচটি শ্রেষ্ঠ টিভি অভিনেতার জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। ১৯৯৯ সালে শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রাঙ্গনে আত্মপ্রকাশ ঘটে। এরপর তিনি দুই দুয়ারী (২০০০), জয়যাত্রা (২০০৪), মেঘের পরে মেঘ (২০০৪) চলচ্চিত্রে অভিনয়ের পর ২০০৫ সালে লাল সবুজ চলচ্চিত্রে অভিনয় করে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১০-এর দশকের শুরু থেকে তিনি নিয়মিত টেলিভিশন নাটক ও ধারাবাহিক পরিচালনা শুরু করেন। ২০১৫ সালে তিনি জিরো ডিগ্রী চলচ্চিত্রে অভিনয় করে তার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
মাহফুজ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগনজ থানার জগৎপুর গ্রামে। মাহফুজ ২০০০ সালের ১৭ নভেম্বর ইশরাত জাহান কাদেরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইশরাত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক। ২০১২ সালের জুন মাসে তাদের এক কন্যা জন্মগ্রহণ করে, তার নাম মওরীন আরাধ্য আহমেদ।
মাহফুজ আহমেদ অভিনীত নাটক সমূহ
- একান্নবর্তী – ফরহাদ (ধারাবাহিক নাটক)
- দেবদাস – দেবদাস
- চোখের বালি – মহেন্দ্র
- নুরুল হুদা – নুরু (ধারাবাহিক নাটক)
- চৈতা পাগল – চৈতা (ধারাবাহিক নাটক)
- উত্তর পুরুষ
- মন্থন
- প্রিয়বান্ধবী
- চক্র
- চলমান ছবি
- ক্রেচ
- আমার বউ দারগা
- পাগল মন
- দোকানীর বউ
- ঘুম শেষে
- দূর্ঘট
- নীল গ্রহ
- বালক বালিকা
- এস এম এস
- ভালোবাসি তোমাকেই
- তোমাকে ছুয়ে
- কূহক
- দুজনে
- ফুল একা একা ফোঁটে
- কাঁটা
- সাত সাগর তেরো নদী
- মিস্টার মিসকল
- নির্বাচিত দুঃখ-কষ্ট
- বাহাদুর ডাক্তার
- একজন ছায়াবতী
- হ্যালো চেয়ারম্যান সাব
- বিবর্ণ গূদলী
- সবাই তোমায় ছাড়ে ছাড়ুক
- ঐখানে যেওনাকো তুমি
- তিনি এবং একজন মল্লিকা
- বাবু দের ফুটানি
- বিকেল পুরিয়ে এলো
- রুপা
- জলতরঙ্গ
- হারানো আকাশ
- নিতু তোমাকে ভালো বাসি
- নুরুল হুদা একদা ভালবেসে ছিল (ধারাবাহিক
- অতঃপর নুরুল হুদা (ধারাবাহিক নাটক)
- চাঁদ ফুল অমাবস্যা (ধারাবাহিক নাটক)
- জনক (ধারাবাহিক নাটক)
- চৈতা পাগল (ধারাবাহিক নাটক)
- মেঘবন্ধু (ধারাবাহিক নাটক)
- হ্যালো বাংলাদেশ
- হাসপাতাল
মাহফুজ আহমেদের কর্মজীবন শুরু হয় সাংবাদিকতা দিয়ে। তিনি পূর্ণিমা পত্রিকার বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করতেন। ১৯৮৯ সালে ইমদাদুল হক মিলন রচিত বিটিভির টেলিভিশন ধারাবাহিক কোন কাননের ফুল-এ তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেন।এরপর তিনি হুমায়ূন আহমেদের রচিত কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি অর্জন করেন। তিনি চয়নিকা চৌধুরী রচিত প্রথম নাটক বোধ-এ অভিনয় করেন। ফারিয়া হোসেন পরিচালিত নাটকটিতে মাহফুজের বিপরীতে অভিনয় করেছিলেন শমী কায়সার। এটি ১৯৯৭ সালে ৮ ডিসেম্বর বিটিভিতে প্রচারিত হয়।
১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তিনি হুমায়ূন আহমেদের দুই দুয়ারী (২০০০), তৌকির আহমেদের জয়যাত্রা (২০০৪), চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ (২০০৪) চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৫ সালে তিনি লাল সবুজ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেনবনলতা সেন
মাহফুজ আহমেদ ১৯৯৪ সালে চয়নিকা চৌধুরীর লেখা “বোধ” নাটক প্রযোজনার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর শতাধিক খন্ড নাটক, টেলিছবি ও ধারাবাহিক প্রযোজনা করেছেন। চার বন্ধু মিলে “প্লে হাউস” নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান
গড়ে তুলেছেন। এই “প্লে হাউস” থেকে নির্মাণ করেছেন তার প্রথম প্রযোজিত চলচ্চিত্র
মাহফুজ আহমেদ পরিচালিত কিছু নাটক
- গনি সাহেবের শেষ কিছু দিন
- খেলা
- অলদ্য বেস্ট
- বাহাদুর ডাক্তার
- আমাদের নুরুল হুদা (ধারাবাহিক নাটক)
- তোমার দোয়ায় ভালো আছি মা (ধারাবাহিক নাটক)
- চৈতা পাগল (ধারাবাহিক নাটক)
- মাগো তোমার জন্য (ধারাবাহিক নাটক)
মাহফুজ আহমেদের চলচ্চিত্র
- ভালোবাসি তোমাকে(১৯৯৯)
- আমার প্রেম আমার অহংকার
- আজ গায়ে হলুদ(২০০০)
- দুই দুয়ারী(২০০০)
- কেন ভালোবাসলাম(২০০১)
- মরণ নিয়ে খেলা(২০০১)
- মেঘের পরে মেঘ(২০০৪)
- জয়যাত্রা (২০০৪)
- লাল সবুজ (২০০৫)
- চার সতীনের ঘর (২০০৫)
- বাঙলা (২০০৬)
- কপাল (২০০৭)
- শবনম (২০১৩)
- জিরো ডিগ্রী (২০১৫)
- সাদাকালো (২০১৭
পুরস্কার ও সম্মাননা
বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল |
২০১৭ | শ্রেষ্ঠ চলচ্চিত্র | জিরো ডিগ্রী | বিজয়ী |
২০০৮ | শ্রেষ্ঠ চলচ্চিত্র | লাল সবুজ | বিজয়ী |
বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার
বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল |
২০০৪ | সেরা টেলিভিশন অভিনেতা | দিগন্তে দিগুলি | বিজয়ী |
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার
বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল |
২০১২ | সেরা টেলিভিশন অভিনেতা | জলতরঙ্গ | বিজয়ী |
বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল |
২০০৩ | শ্রেষ্ঠ টিভি অভিনেতা | দেবদাস | মনোনীত |
২০০৪ | বিজয়ী | ||
২০০৫ | নূরুল হুদা একদা ভালোবেসেছিল | ||
২০০৬ | অতঃপর নূরুল হুদা | ||
২০০৭ | আমাদের নূরুল হুদা | ||
২০০৯ | |||
২০১১ | চৈতা পাগল | মনোনীত | |
২০১২ | |||
২০১৬ | লাইক অ্যান্ড কমেন্টস |