শরিফুল রাজের প্রাথমিক জীবন
শরিফুল রাজ ৮ই নভেম্বর ১৯৯১ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার আলমপুর গ্রামে জন্মগ্রহণ করে। তবে বাবার চাকরির সুবাদে বড় হন সিলেটে। তিনি সিলেটের দি এইডেড হাই স্কুল ও মদনমোহন কলেজে পড়াশোনা করেন। ২০০৯ সালে তিনি ঢাকায় আসেন ও পরে নারায়ণগঞ্জ চলে যান। তবে পরে আবার ঢাকায় ফিরে আসেন ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
শরিফুল রাজের কর্মজীবন
চলচ্চিত্রাঙ্গনে আসার আগে শরিফুল রাজ ২০১২ সালে র্যাম্প মডেল হিসেবে কাজ করা শুরু করেন। এছাড়া, বিজ্ঞাপনেও কাজ করেন তিনি।
২০১৬ সালে শরিফুল রাজের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম আইসক্রিম। চলচ্চিত্রটিতে তিনি নাজিফা তুশির বিপরীতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটির মাধ্যমে মিনার রহমান নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন।
২০১৯ সালে শরিফুল রাজ অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ন ডরাই মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তিনি সুনেরাহ বিনতে কামালের বিপরীতে অভিনয় করেন।
তারপর তিনি পরিচালক রায়হান রাফির ‘পরান’, মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ চলচ্চিত্রে অভিনয় করেন।
শরিফুল রাজের ব্যক্তিগত জীবন
২০২১ সালে ১৭ অক্টোবর তিনি পরীমনিকে বিয়ে করেন। ২০২২ সালের ১০ জানুয়ারি পরীমনি নিজের গর্ভাবস্থার ব্যাপারে গণমাধ্যমকে জানানোর আগ পর্যন্ত তারা বিবাহের খবর গোপন রাখেন। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ২০২২ সালের ১০ আগস্ট তিনি পুত্রসন্তানের বাবা হোন।
শরিফুল রাজ কে?
শরিফুল রাজ হলেন একজন বাংলাদেশী অভিনেতা এবং মডেল। যিনি যার বহুমুখী অভিনয় দক্ষতার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। যিনি পরান, নেটওয়ার্কের বাইরে, বা আইসক্রিম, হাওয়া এবং গুনিন এর মত নাটকে অভিনয় করেছেন। যিনি 2019 সালে অভিনেত্রী শুনেরহ বিন্তে কামালের সাথে “নো ডরাই” চলচ্চিত্রে অভিনয় করার জন্য সোবিজ শিল্পে খ্যাতি অর্জন করেছিলেন। এছাড়াও শরিফুল বিভিন্ন টেলিভিশনে অভিনয় করেছেন (যেমন – ইনফিনিটি এবং বিলাপ)। যিনি হলেন বাংলাদেশের নামকরা অভিনেত্রী পরিমনির বর্তমান স্বামী শরিফুল
বয়স, জন্ম তথ্য এছাড়াও অন্যান্য তথ্য
আপনি কি বাংলাদেশী অভিনেতা শরিফুল রাজের বয়স, জন্ম তথ্য এছাড়াও অন্যান্য তথ্য সম্পর্কে জানতে আগ্রহী? তাহলেই নিচের টেবিলটি দেখুন –
প্রকৃত নাম | এমডি শরিফুল ইসলাম রাজ |
ডাকনাম | রাজ |
জন্মতারিখ | 18 নভেম্বর 1991 |
বয়স | 31 বছর (2023 সাল অনুযায়ী) |
জন্মস্থান | আলমপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাশি চক্র | বৃশ্চিক রাশি |
ধর্ম | ইসলাম |
হোম টাউন | ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ |
জাত | ইন্দো আর্য |
পেশা | অভিনেতা এবং মডেল |
শরিফুল রাজের বাবা-মা এবং আত্মীয়-স্বজন
শরিফুল একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম হল এমএইচ কবির। মায়ের নাম হল হাসনা কবির। ভাই বোন সম্পর্কে তেমন কোন তথ্য জানা যায়নি। শরিফুল এর পিতা একজন সরকারি কর্মী ছিলেন।
বাবার নাম | এম এইচ কবির |
মায়ের নাম | হাসনা কবির |
শরিফুল রাজের শারীরিক পরিসংখ্যান
আপনি কি অভিনেতা শরিফুল রাজের শারীরিক পরিসংখ্যান তথা উচ্চতা, ওজন এছাড়াও অন্যান্য তথ্য সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে নিচের টেবিলটি দেখুন –
উচ্চতা | সেন্টিমিটারে – 182 সেমি মিটারে – 1.82 মি ফুট ইঞ্চিতে- 5 ফুট 11 ইঞ্চি |
ওজন | কেজিতে – 66 কেজি পাউন্ডে – পাউন্ড (সময়ের সাথে সাথে এটি পরিবর্তিত হতে পারে) |
শারীরিক পরিমাপ | 40-31-38 ইঞ্চি |
বাইসেপ সাইজ | 13 ইঞ্চি |
চোখের রং | কালো |
চুলের রং | কালো |
শরিফুল রাজের বাবা-মা এবং আত্মীয়-স্বজন
শরিফুল একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম হল এমএইচ কবির। মায়ের নাম হল হাসনা কবির। ভাই বোন সম্পর্কে তেমন কোন তথ্য জানা যায়নি। শরিফুল এর পিতা একজন সরকারি কর্মী ছিলেন।
বাবার নাম | এম এইচ কবির |
মায়ের নাম | হাসনা কবির |
শরিফুল রাজের শিক্ষাগত যোগ্যতা
ছোট থেকেই শরিফুল পড়াশোনাতে মোটামুটি একজন ভালো ছাত্র ছিলেন। ছোটবেলা থেকেই পড়াশুনোর পাশাপাশি অভিনয় এবং মডেলিংয়ে আগ্রহ ছিল শরিফুলের। শরিফুল সিলেট মদনমোহন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
বিদ্যালয় | এইডেট হাই স্কুল |
কলেজ/বিশ্ববিদ্যালয় | সিলেটের মদনমোহন কলেজ |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
শরিফুল রাজের বৈবাহিক অবস্থা এবং অ্যাফেয়ার্স
শরিফুল রাজ হলেন বিবাহিত। তিনি 2021 সালের 17 অক্টোবর ঢালিউড অভিনেত্রী পরিমনিকে বিয়ে করেন। পরিমনি গর্ভবতী না হওয়া পর্যন্ত তাদের বিয়ের খবরটি গোপন রেখেছিল। জানুয়ারি 2022 তে খবর পাওয়া যায় যে পরীমনি গর্ভবতী। 2022 সালের 10 আগস্ট পরীমনির পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। যার নাম হল শামীম মোহাম্মদ রাজ্য।
এত সমস্ত কিছু হওয়ার পরেও এদের সম্পর্কটি লাস্ট অব্দি টেকেনি। 31 ডিসেম্বর 2022, পরীমনি এবং শরিফুল রাজ আলাদা হয়ে যান। পরিমনি তার সামাজিক মাধ্যমে রাজ্যের সাথে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছিলেন এবং পরে বলেছিলেন যে তিনি একদিন আগে তার ছেলে রাজ্যকে নিয়ে শরিফুলের বাড়ি ছেড়েছিলেন।
বৈবাহিক অবস্থা | বিবাহিত |
অ্যাফেয়ার্স | জানা নেই |
স্ত্রীর নাম | পরিমনি |
পুত্র সন্তান | শামীম মোহাম্মদ রাজ্য |
শরিফুল রাজের কর্মজীবন
ঢালিউড চলচ্চিত্রে অভিষেক হওয়ার আগে শরিফুল রেম্প মডেল হিসেবে কাজ করতেন। এ ছাড়াও শরিফুল বিভিন্ন বিজ্ঞাপন চিত্র কাজ করতেন। 2016 সালে শরিফুল তার প্রথম চলচ্চিত্র “আইসক্রিম” এর মাধ্যমে ঢলিউডে আত্মপ্রকাশ করেন। এই চলচ্চিত্রে তিনি নাজিকা তুসির বিপরীতে অভিনয় করেছিলেন. এই চলচ্চিত্রের মাধ্যমে মিনার রহমান তার প্লেব্যাক ক্যারিয়ারের আত্মপ্রকাশ করেন। এই চলচ্চিত্রে শরিফুলের অভিনয় দক্ষতা এবং কৌশল মানুষের ভালো লাগে এবং শরিফুল ভালোই জনপ্রিয়তা অর্জন করেন।
2019 সালে শরিফুল রাজের দ্বিতীয় চলচ্চিত্র “নো ডরাই” মুক্তি পায়। যেখানে শরিফুল,শুনেরাহ বিনতে কামালের বিপরীতে অভিনয় করেছিলেন।
2022 সালে শরিফুল রাজের তিনটি ছবি “পরান”,”হাওয়া” এবং “দামাল” মুক্তি পায়।
শরিফুল রাজ অভিনীত ছবিগুলি হল –
আইসক্রিম (2016)
নো ডোরাই (2019)
পরান (2022)
গুনিন (2022)
হাওয়া (2022)
দামাল (2022)
শরিফুল রাজ অভিনীত ওয়েব সিরিজ গুলি হল –
মেইনকার চিপায় (2020)
ইনফিনিটি (2020)
নেটওয়ার্কের বাইরে (2021)
বিলাপ (2021)
শরিফুল রাজ সম্পর্কে অজানা কিছু তথ্য
শরিফুল রাজ বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়ায় জন্মগ্রহণ করলেও শৈশবের বেশিরভাগ সময়ই কেটেছে সিলেটে।
2009 সালে সিলেট থেকে পড়াশুনোর জন্য ঢাকায় আসেন শরিফুল রাজ। ঢাকায় এসে শরিফুলের শহরটিকে ভালো লেগে যায় কিন্তু আর্থিক সংকটন এক বছরের বেশি টিকতে দেয়নি শরিফুলকে।এর জন্য শরিফুল নারায়ণগঞ্জে মামার কাছে চলে যান। পরে আবার চলে আসেন ঢাকায়।
শরিফুল রাজ একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে – তিনি তার কর্মজীবনের প্রথম বেতন পেয়েছিল 500 টাকা।
শরিফুল রাজ হলেন একজন ফিটনেস উৎসাহী। তিনি প্রায়শই শরীর চর্চা করে থাকেন।
অভিনয়ের পাশাপাশি শরিফুল রাজ সামাজিক সহায়তামূলক বিভিন্ন কাজকর্ম করে থাকেন।
শরিফুল রাজের Facebook একাউন্টে প্রায় 465k এর কাছাকাছি ফলোয়ার্স রয়েছে।
শরিফুল রাজ ইনস্টাগ্রামেও ভালোই জনপ্রিয়।
শরিফুল রাজের পুরস্কার/সম্মান
শরিফুল রাজ তার বহুমুখী অভিনয় প্রতিভার করুন “একুশে পদক” পুরস্কার লাভ করেছেন।
প্রোফাইল
Sariful Razz | |
Sariful Razz | |
জানা নেই | |
Wikipedia | Sariful Razz |
পছন্দের জিনিসসমূহ
আপনি কি অভিনেতা শরিফুল রাজের পছন্দের জিনিসগুলি সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে নিচের টেবিলটি দেখুন –
প্রিয় খাবার | আইসক্রিম এবং পিজা |
প্রিয় অভিনেতা | ফেরদৌস আহমেদ |
প্রিয় অভিনেত্রী | জয়া আহমেদ |
শখ | ভ্রমণ এবং কেনাকাটা |
প্রিয় রং | কালো |
প্রিয় খেলা | ক্রিকেট |
প্রিয় খেলোয়াড় | সাকিবুল হাসান |
প্রিয় সিনেমা | বাহুবলি 2 |
নেটওয়ার্থ
শরিফুল রাজ অভিনয় ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের মাধ্যমে প্রচুর টাকা আয় করে থাকেন। এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও খুবই ভালো পরিচিত একটি নাম হল শরিফুল রাজ। সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার্স রয়েছে শরিফুল রাজের। সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকেও তিনি ভালো টাকা আয় করে থাকেন।
শরিফুল রাজের জীবনী –
Q-1. শরিফুল রাজ এর বয়স কত?
Ans. শরিফুল রাজের বয়স হল 2023 সালে অনুযায়ী 31 বছর।
Q-2.শরিফুল রাজ কে?
Ans.
শরিফুল রাজ হলেন একজন বাংলাদেশী অভিনেতা এবং মডেল। যিনি যার বহুমুখী অভিনয় দক্ষতার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
Q-3. শরিফুল রাজের বাড়ি কোথায়?
Ans. শরিফুল রাজের বাড়ি হল ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
Q-4. শরিফুল রাজ এর পাওয়া অ্যাওয়ার্ড এর নাম কি?
Ans.শরিফুল রাজ তার বহুমুখী অভিনয় প্রতিভার করুন “একুশে পদক” পুরস্কার লাভ করেছেন।
Q-5. শরিফুল রাজ স্ত্রীর নাম কি?
Ans. শরিফুল রাজের স্ত্রী হলেন ঢালিউড ইন্ডাস্ট্রির একজন নামকরা অভিনেত্রী পরীমনি।
Q-6. শরিফুল রাজের অভিনীত চলচ্চিত্র গুলির নাম?
Ans. শরিফুল রাজ অভিনীত চলচ্চিত্র গুলি হল-
আইসক্রিম (2016)
নো ডোরাই (2019)
পরান (2022)
গুনিন (2022)
হাওয়া (2022)
দামাল (2022) ইত্যাদি।
চলচ্চিত্রের তালিকা
আইসক্রিম
ন ডরাই
নেটওয়ার্কের বাইরে
গুণিন
হাওয়া
দামাল