ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে সব থেকে বেশি ২২টি উইকেট সংগ্রহ করেন হাসারাঙ্গা। তিনি গত লঙ্কা প্রিমিয়র লিগেও দুর্দান্ত ছন্দে ছিলেন। টুর্নামেন্টে সবথেকে বেশি রান ও সব থেকে বেশি উইকেট সংগ্রহ করেন ওয়ানিন্দুই। সেরা ছন্দের হাসারাঙ্গা ছিটকে যাওয়ায় বিশ্বকাপে শ্রীলঙ্কার শক্তি অনেকটাই কমল সন্দেহ নেই। যদিও ওয়ানিন্দুকে ছাড়াই ঘরের মাঠে এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেয় শ্রীলঙ্কা। ফাইনালে ভারতের কাছে ভরাডুবির আগে পর্যন্ত অত্যন্ত লড়াকু মানসিকতা দেখান দাসুন শানাকারা।
বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ১৫ জনের স্কোয়াড:-
কুশল পেরেরা, পাথুম নিশঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (ভাইস ক্যাপ্টেন), সাদিরা সমরাবিক্রমে, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি’সিলভা, দাসুন শানাকা (ক্যাপ্টেন), দুশান হেমন্ত, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকসানা, মাথিসা পথিরানা, লাহিরু কুমারা, কাসুন রজিথা ও দিলশান মদুশঙ্কা।
একা হাসারাঙ্গাকেই নয়, শ্রীলঙ্কা বিশ্বকাপে পাচ্ছে না আরও এক তারকা ক্রিকেটার দুষ্মন্ত চামিরাকেও। সুতরাং, বলাই যায় যে, বিশ্বকাপের জন্য পূর্ণ শক্তির দল হাতে পেল না শ্রীলঙ্কা। বিশ্বকাপে দ্বীপরাষ্ট্রের নেতৃত্বের ব্যাটন হাতে পেয়েছেন দাসুন শানাকা।