তামিম ইকবালের জীবনী
পূর্ণ নাম
তামিম ইকবাল খান
জন্ম
২০ মার্চ ১৯৮৯ (বয়স ৩৪)
চট্টগ্রাম, বাংলাদেশ
ডাকনাম
তামিম
উচ্চতা
৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)
ব্যাটিংয়ের ধরন
বা হাতি
বোলিংয়ের ধরন
ডান হাতি অফ ব্রেক
ভূমিকা
উদ্বোধনী ব্যাটসম্যান
সম্পর্ক
আকরাম খান (চাচা),
নাফিস ইকবাল (ভাই)
তামিম ইকবালের মোট সেঞ্চুরি
আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের সেঞ্চুরির সংখ্যা মোট ২৫টি।
তামিম ইকবালের প্রথম সেঞ্চুরি
২০০৮ সালের ২২ মার্চে তামিম শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ওডিআই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন।
তামিম ইকবালের স্ত্রী
মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের এই ক্রিকেটার প্রেমে পড়েছিলেন আয়েশা সিদ্দিকির। এক বন্ধুর মাধ্যমেই প্রেমের প্রস্তাব দেন।
তামিম ইকবাল কত টাকার মালিক
পেশা
ক্রিকেটার
মোট সম্পদ
৩০ কোটি টাকা বা
৩ মিলিয়ন ডলার
মাসিক বেতন
৫ লক্ষ+
বাৎসরিক আয়
৫৩ লক্ষ+
বয়স
৩৩ বছর
জন্মস্থান
চট্রগ্রাম
তামিম ইকবালের ওয়ানডে ক্যারিয়ার
তামিমের ওয়ানডে ক্যারিয়ার থামল ২৪১ ম্যাচে। এসব ম্যাচের ২৩৯টি ইনিংস থেকে তিনি রান করেছেন ৮ হাজার ৩১৩। গড় ৩৬ দশমিক ৬২, স্ট্রাইক রেট ৭৮ দশমিক ৫৪। ওয়ানডেতে ১৪টি শতকের সঙ্গে তামিমের রয়েছে ৫৬টি অর্ধশত রানের ইনিংস।
তামিম ইকবালের ছবি
তামিম ইকবালের মোট রান
বর্তমানে তিনি টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ রানের অধিকারী খেলোয়াড়।[৭] তিনি ২য় বাংলাদেশী হিসেবে টেস্টে ৩০০০ রান ও ওয়ানডেতে ৫০০০ রানের রেকর্ডধারী এবং ১ম বাংলাদেশী হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলফলক অতিক্রম করেন। তিনি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তার ২০০তম একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছিলেন।