জিয়াউল ফারুক অপূর্বের জীবন বৃত্তান্ত

জিয়াউল ফারুকের অপূর্ব জীবনী, বায়োগ্রাফি, বয়স, স্ত্রী, উচ্চতা, চলচ্চিত্র

জিয়াউল ফারুক অপূর্ব বাংলাদেশের একজন ফ্যাশনেবল, স্মার্ট, ও জনপ্রিয় মুখ। তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা অভিনেতা এবং মডেল। তার অভিনয়ের প্রতিভা তাকে ক্যারিয়ার গড়ে দেয়। অভিনয় জগতের পাশাপাশি তিনি একজন ভালো সুরকার। বৈবাহিক নাটক দিয়ে তারা বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু। এবং খুব অল্প সময়ের মধ্যে প্রচুর সফলতা অর্জন করে নিয়েছেন। ২০০২ সালে “ইউ গট দ্য লুকস” শোতে তাকে “মি বাংলাদেশ” খ্যাতি লাভ করেন।

একজন মানবিক অপূর্ব হিসেবে ক্ষ্যাতি:

 

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে। অনেকেই এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আগুনে ঝলসে যাওয়া জিন্সের প্যান্ট ১ লাখ টাকায় কিনেছেন। আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিদ্যানন্দের পেজে পোস্টে লেখার শিরোনাম নাম হচ্ছে, ‘পোড়া জিন্সেরর দাম এক লাখ টাকা!’ এরপর পোস্টে লেখা হয়েছে, কর্মচারীদের বেতন-বোনাস না হলে ঈদ করবে কিভাবে? সারাবছরের ব্যবসা যে সময়ে হয়, সে সময়ে আগুনে এই সংসারগুলো একেবারে পঙ্গু হয়ে যাবে। জনপ্রিয় অভিনেতা অপূর্ব এক লাখ টাকায় একটা বিক্ষত জিন্স কিনে নিলেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত দোকানীদের স্বার্থে। পোড়া কাপড়টিই এবারের ঈদের সবচেয়ে সেরা কালেকশন হিসেবে থেকে যাবে তার।

অপূর্বের প্রাথমিক জীবন :

 

অপূর্ব ২৭ জুন ১৯৮৩ সালে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন। তার নানা রাজশাহী বেতারের একজন উপস্থাপক ছিলেন। বাল্যকাল থেকেই অপূর্বর শোবিজে আগ্রহ ছিল। তিনি ২০০২ সালে “ইউ গট দ্য লুকস” অনুষ্ঠানে “মিঃ বাংলাদেশ” খ্যাতি লাভ করেন। জিয়াউল ফারুক অপূর্ব (অপূর্ব নামে পরিচিত) (জন্ম: ২৭ জুন, ১৯৮৩)হলেন একজন বাংলাদেশী অভিনেতা ও মডেল। অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করেন ২০১৪ সালে গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় ও ২০২৩ সালে বুকের মধ্যে আগুন এর মাধ্যমে ওয়েব ধারাবাহিকে অভিষেক হয়। তিনি অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেরও চর্চা করেন।

অপূর্বের ব্যক্তিগত জীবন:

 

অপূর্ব ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে বিয়ে করে মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে।[ অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজিবের সাথে তার সম্পর্কের কথা জানতে পেরে ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন। প্রভার সাথে বিবাহবিচ্ছেদের পর অপূর্ব ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।অপূর্ব-অদিতি দম্পতির একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশ। অদিতির সাথে ১৭ মে ২০২০ তারিখে বিবাহ বিচ্ছেদ হয়। পিতা ও পুত্রের জন্মদিন একই দিনে।অদিতির সাথে বিবাহবিচ্ছেদের পর অপূর্ব ২০২১ সালের ২ সেপ্টেম্বর শাম্মা দেওয়ানকে বিয়ে করেন। অপূর্ব ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থক।

অপূর্বের কর্ম জীবন:

 

অপূর্বর কর্মজীবন শুরু হয় অমিতাভ রেজা চৌধুরী নির্দেশিত নেসক্যাফের বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে। তার ল্যাব এইডের বিজ্ঞাপনও জনপ্রিয়তা লাভ করে। ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। অপূর্ব নিজের প্রযোজনা সংস্থা এএসআই ক্রিয়েশন লিমিটেড” প্রতিষ্ঠা করেন এবং ২০১২ সালে ব্যাকডেটেড নামক টেলি চলচ্চিত্র পরিচালনা করেন।তিনি শিহাব শাহীন নির্দেশিত ভালোবাসার চতুষ্কোণ ধারাবাহিক নাটকের শিরোনাম গানে কণ্ঠ দেন। অপূর্বর চলচ্চিত্রে অভিষেক হয় আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে। ছবিটি ২০১৫ সালে ২৭ নভেম্বর মুক্তি পায়। এছাড়া তিনি মোরশেদুল ইসলামের পরিচালনায় বৃষ্টির দিন শিরোনামের একটি চলচ্চিত্রের অভিনয় করেন, কিন্তু কয়েকদিন চিত্রধারনের কাজ করার পর ছবিটি বাতিল করা হয়।২০১৮ সালে তিনি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত প্রথম ধারাবাহিক নাটক গল্পগুলো আমাদের-এ অভিনয় করেন। এই বছর ঈদুল ফিতরে তার অভিনীত শিহাব শাহীন পরিচালিত শেষ পর্যন্ত, হিমি পরিচালিত আনমনে তুমি, মাহিদুল মাহিম পরিচালিত খেয়ালি আমি হেঁয়ালি তুমি, জাকারিয়া শৌখিন পরিচালিত জলসাঘর টেলিভিশন নাটকগুলো প্রচারিত হয়।

অপর্বের ওজন,উচ্চতা, বয়স,পরিবারবর্গ ও সম্পদ:

 

০১. পুরো নাম/ আসল নাম জিয়াউল ফারুক অপূর্ব ০২. ডাক নাম/ সংক্ষিপ্ত নাম অপূর্ব, অপু ০৩. সেক্স পুরুষ ০৪. জন্ম তারিখ 27 জুন ০৫. বছরের জন্ম 1980 ০৬. জন্মস্থান ঢাকা, বাংলাদেশ. ০৭. বয়স 2022 সালের হিসাবে 37 বছর বয়সী ০৮. পেশা/পেশা বাংলাদেশী টিভি, চলচ্চিত্র অভিনেতা, এবং মডেল ০৯. মাতৃভাষা বাংলা ১০ ধর্ম ইসলাম ১১. জাতীয়তা বাংলাদেশী ১২. রাশিচক্র সাইন এটা শীঘ্রই আপডেট করা হবে ১৩. প্রথম মুভি গ্যাংস্টার রিটার্নস ১৪. প্রথম ডেবিউ মুভি গ্যাংস্টার রিটার্নস ১৫. কার্যকাল 2006- বর্তমানে জিয়াউল ফারুক অপূর্ব পরিবার ও স্বজনদের অবস্থা ০১. বাবার নাম এটা শীঘ্রই আপডেট করা হবে ০২ মায়ের নাম ফিরোজা আহমেদ ০৩ ভাই এটা শীঘ্রই আপডেট করা হবে ০৪. বোনেরা এটা শীঘ্রই আপডেট করা হবে ০৫. বৈবাহিক অবস্থা বিবাহিত ০৬. সম্পর্ক বিয়ে করেছেন নাজিয়া হাসান অডিতির সঙ্গে ০৭. প্রথম স্ত্রী/পত্নী সাদিয়া জাহান প্রভা (বিবাহিত 2010-2011) ০৮. দ্বিতীয় স্ত্রী/পত্নী নাজিয়া হাসান অডিটি (বিবাহিত 2011-2020) ০৯. তৃতীয় স্ত্রী/পত্নী শাম্মা দেওয়ান (বিবাহিত ২০২১-বর্তমান) ১০. কন্যারা এটা শীঘ্রই আপডেট করা হবে ১১. ছেলেদের নাম জাইয়ান ফারুক আয়াশ ১২. আন্টি এটা শীঘ্রই আপডেট করা হবে ১৩. দাদা এটা শীঘ্রই আপডেট করা হবে ১৪. দাদী এটা শীঘ্রই আপডেট করা হবে ১৫. বয়ফ্রেন্ড/অ্যাফেয়ার্স এটা শীঘ্রই আপডেট করা হবে জিয়াউল ফারুক অপূর্ব উচ্চতা, ওজন এবং শরীরের পরিমাপ ০১ মিটারে উচ্চতা 1.80 মি ০২. ফুট ইঞ্চি উচ্চতা 5.11” পাঁচ ফুট এগারো ইঞ্চি ০৩. সেন্টিমিটারে উচ্চতা 180 সেমি ০৪. কেজিতে ওজন 77 কেজি ০৫. পাউন্ডে ওজন 169.756 পাউন্ড ০৬. শরীরের পরিমাপ এটা শীঘ্রই আপডেট করা হবে ০৭. কোমরের মাপ এটা শীঘ্রই আপডেট করা হবে ০৮. হিপ সাইজ এটা শীঘ্রই আপডেট করা হবে ০৯. চোখের রঙ গাঢ় বাদামী ১০. চুলের রঙ হালকা বাদামী জিয়াউল ফারুক অপূর্ব নিট সম্পদ, আয়, উপার্জনের উৎস, গাড়ি সংগ্রহ ০১. নেট মূল্য বা মাসিক আয় $5k-$8k মার্কিন ডলার আনুমানিক ০২. নিট মূল্য বা বার্ষিক আয় $50k-$80k মার্কিন ডলার আনুমানিক ০৩ মোট মূল্য বা মোট আয় $80 মিলিয়ন মার্কিন ডলার আনুমানিক ০৪. নিট মূল্য বা আয়ের উৎস অভিনয়, মিউজিক ভিডিও, প্রদত্ত। চলচিত্রের তালিকা ও টেলিভিশন : ০৬ বৈবাহিক গাজী রাকায়েত প্রথম অভিনীত নাটক কথা ছিল অন্যরকম চয়নিকা চৌধুরী মান অভিমান চয়নিকা চৌধুরী ঘর ছাড়া গাজী রাকায়েত চোখের বাইরে ফারুক শ্রাবণ এনটিভি যা কিছু চাই এ জীবনে চয়নিকা চৌধুরী কথা ছিল চয়নিকা চৌধুরী মেয়েটির নাম কথা চয়নিকা চৌধুরী কফি হাউজ ২০০৭ মহানগর ফেরদৌস হাসান সুরে ও বানীর মালা দিয়ে ফেরদৌস হাসান নজরুল জন্মজয়ন্তীতে প্রচারিত যেতে পারি কিন্তু কেন যাবো চয়নিকা চৌধুরী অস্তিত্ব অনুভবে বিইউ শুভ চেনা চেনা লাগে বিইউ শুভ রমিজের আয়না তাহের শিপন ২০০৮ স্বপ্নের নীল পরী চয়নিকা চৌধুরী ভালোবাসার শুরু চয়নিকা চৌধুরী খুঁজে পাওয়া চয়নিকা চৌধুরী আরটিভি ইমদাদুল হক মিলন এর গল্প অবলম্বনে বাবা দিবসের বিশেষ নাটক এক্স ফ্যাক্টর শিহাব শাহীন এনটিভি ২০০৯ এই শহরে দুজন মানুষ সাজ্জাদ সুমন খুনসুটিকে দিলাম ছুটি দিতি এক্স ফ্যাক্টর ২ শিহাব শাহীন এনটিভি ২০১০ সায়াহ্নে চয়নিকা চৌধুরী চোখে আমার তৃষ্ণা চয়নিকা চৌধুরী আলোকের এই ঝর্ণাধারা চয়নিকা চৌধুরী পাখির ডানায় ভোর চয়নিকা চৌধুরী ঈদুল ফিতরে প্রচারিত ৬ পর্বের বিশেষ নাটক ২০১১ পথ জানা নাই ফখরুল আলম এটিএন বাংলা 2012 নূপুর চয়নিকা চৌধুরী এনটিভি মা দিবসের বিশেষ টেলিভিশন চলচ্চিত্র বাসবই ভালো এস এ হক অলিক জিটিভি ঈদুল ফিতরে প্রচারিত টেলিভিশন চলচ্চিত্র ব্যাকডেটেড জিয়াউল ফারুক অপূর্ব ঈদুল আযহায় প্রচারিত টেলিভিশন চলচ্চিত্র; পরিচালনায় অভিষেক ২০১৩ এই মায়া চয়নিকা চৌধুরী মাছরাঙ্গা টিভি ভালোবাসা দিবসের বিশেষ টেলিভিশন চলচ্চিত্র ভালোবাসার চতুষ্কোণ শিহাব শাহীন এনটিভি শিরোনাম গানে কণ্ঠ দিয়েছেন ভোর হল দোর খোল চয়নিকা চৌধুরী অভিমান চয়নিকা চৌধুরী একুশে টেলিভিশন ঈদুল ফিতরে প্রচারিত সময়ের গল্প অসময়ে স্বপ্ন বিইউ শুভ ঈদুল ফিতরে প্রচারিত বিয়ের বয়স বারো ফেরদৌস হাসান চ্যানেল আই ঈদুল ফিতরে প্রচারিত সরিষায় ভূত ফেরদৌস হাসান জিটিভি ঈদুল ফিতরে প্রচারিত উত্তম কুমার-সুচিত্রা সেন চয়নিকা চৌধুরী ঈদুল ফিতরে প্রচারিত অপরাহ্ণ চয়নিকা চৌধুরী ঈদুল ফিতরে প্রচারিত মায়া ঘর চয়নিকা চৌধুরী ঈদুল ফিতরে প্রচারিত অবশেষে অন্যরকম নাহিদ জামান ঈদুল ফিতরে প্রচারিত ২০১৪ সুখের ব্যাথা চয়নিকা চৌধুরী এনটিভি বসন্তে এসো চয়নিকা চৌধুরী এটিএন বাংলা পহেলা ফাল্গুনে প্রচারিত মেঘ মা এস এ হক অলিক টেলিভিশন চলচ্চিত্র উত্তরের বারান্দায় দখিনের হাওয়া সানি চৌধুরী ঈদুল ফিতরে প্রচারিত যে জলে আগুন জ্বলে নাহিদ জামান ঈদুল ফিতরে প্রচারিত বাইক ম্যান বিইউ শুভ ঈদুল ফিতরে প্রচারিত ব্ল্যাক কফি সাখাওয়াত হোসেন মানিক ঈদের বিশেষ নাটক আমাকে দিয়ে কিছু হবে না রাশেদ রানা ঈদুল ফিতরে প্রচারিত ইজ ইট ইকুয়াল রাশেদ রানা ঈদুল আযহায় প্রচারিত রাজা রানীর খেলা কৌশিক শংকর দাস চ্যানেল নাইন স্বপ্ন ঘুড়ি চয়নিকা চৌধুরী ক্যান্সার আক্রান্ত রোগী চরিত্রে বিহ্ববল দিশেহারা সাগর জাহান ২০১৫ বন্যা তোমার জন্য চয়নিকা চৌধুরী এনটিভি মেহের নিগার এটিএন বাংলা নজরুল জন্মজয়ন্তীতে প্রচারিত সবার উপরে মা দিতি মা দিবসের বিশেষ নাটক  বন্ধু তুমি বন্ধু আমার এস এ হক অলিক ঈদের বিশেষ নাটক ভালোবাসার ফাঁদ কৌশিক শংকর দাস ঈদের বিশেষ নাটক জোছনায় অজানা পথ চলা মমিনুল হক ঈদের বিশেষ নাটক এখনো আমি মিজানুর রহমান আরিয়ান ঈদের বিশেষ নাটক লেক ড্রাইভ লেন নজরুল ইসলাম রাজু এনটিভি ধারাবাহিক নাটক লাইফ ইন মেট্রো ধারাবাহিক নাটক দাগ ধারাবাহিক নাটক এয়ারবেন্ডার তানিম রহমান অংশু এনটিভি ঈদুল ফিতরের বিশেষ নাটক মাইজার মেহেদি হাসান জনি ঈদুল ফিতরের বিশেষ নাটক কাঠঠুকরার প্রেম মেহেদি হাসান।

উপসংহারে : এটা বলা যেতে পারে যে, পরিমনির বিষয় যেসব তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি তা নিঃসন্দেহ অনেক তথ্যবহুল। যা থেকে আপনারা একটা সার্বিক ধারণা নিতে সক্ষম হয়েছেন।এরকম আরো নানাভিদ বিষয় সম্পর্কে জানতে হলে আমাদের সাথে থাকুন সবসময়। সেই সাথে লাইক,কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের পছন্দের মানুষ অথবা অন্যন্যা বিষয় সম্পর্কিত যেকোন ধরণের তথ্য।সবাই অনেক ধন্যবাদ পাশে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। আপনারা পরে উপক্রিত হলে আমরাও অনুপ্রেরণা পাবো আরো বেশি বেশি করে আর্টিকেল লেখার জন্য, খোদা হাফেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *