মীর সাব্বিরের বায়োডাটা

মীর সাব্বিরের বয়স, ওজন,উচ্চতা, বিবাহিত ও অভিনয় জীবন এবং ক্যারিয়ার

মীর সাব্বির হচ্ছেন একজন বাংলাদেশী অভিনেতা, পরিচালক ও উপস্থাপক। ‘রাত জাগা ফুল’ ছবিতে অভিনয়ের জন্য রাষ্ট্রীয় সম্মাননা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’-এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন।

প্রাথমিক জীবন

 

মীর সাব্বির বরিশালের বরগুনা জেলায় মীর মাহবুবুল আলম ও আখতার খানম ঘরে জন্মগ্রহণ করেন। তিনি বরগুনা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তিনি থিয়েটারে যোগ দিয়েছিলেন। তার স্ত্রী ফারজানা চুমকি ও দুই ছেলে মীর ফারসাদ ও মীর সানদিদ।

ব্যক্তিগত জীবন

 

মীর সাব্বির ২০০৩ সালে ফারজানা চুমকি কে বিয়ে করেন। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে। একজন ফারশাদ, অন্যজন সানদিদ।

কর্মজীবন

 

সাব্বির ১৯৯৯ সালে পুত্র নামে একটি নাটক দিয়ে তার টেলিভিশন অভিনয়ের কর্মজীবন শুরু করেছিলেন।

সাব্বিরতার টেলিভিশন নাটকের অভিষেক বরিশাল বনাম নোয়াখালী এবং মকবুল নাটক-ধারাবাহিক পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন। “নোশাল” মীর সাব্বির পরিচালিত টেলিভিশন নাটক একটি জনপ্রিয় সিরিয়াল। এছাড়া তার পরিচালনা ও অভিনয়ে অনেক নাটক রয়েয়াছে। এছাড়া তিনি অনেক চলচ্চিত্রেও অভিনয় করেছেন, তার মাঝে উলেখ্যযোগ্য ভালবাসা এমনই হয়, কি যাদু করিলা।

মীর সাব্বির
জন্ম ৮ জানুয়ারি

বরগুনা বরিশাল, বাংলাদেশ

শিক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়
পেশা অভিনেতা, পরিচলক, উপস্থাপক
কর্মজীবন ১৯৯৯-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম নোয়াশাল
দাম্পত্য সঙ্গী ফারজানা চুমকি
সন্তান দুই ছেলে
পুরস্কার শ্রেষ্ঠ টিভি অভিনেতা মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৫, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১

পরিচালনা

 

তার প্রথম পরিচালনা নাটক নোয়াশাল এর পর মালেক হতে সাবধান, মকবুল সহ প্রায় শতাধিক নাটক পরিচালনা করেছেন। তার প্রথম পরিচালিত ছবি হলো রাত জাগা ফুল।

পুরস্কার মেরিল-প্রথম আলো পুরস্কার

 

প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল মন্তব্য
১২ মে ২০০৬ শ্রেষ্ঠ টিভি অভিনেতা অতঃপর নূরুল হুদা মনোনীত
বিসিআরএ অ্যাওয়ার্ড

 

বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল মন্তব্য
২০০৭ জনপ্রিয় টিভি অভিনেতা আট কুঠুরি এক দরজা বিজয়ী

অভিনয়

মীর সাব্বির ১৯৯৯ সাল হতে বর্তমান কাল পর্যন্ত একাধিক ছবি নাটক টেলিফিল্ম ও বিজ্ঞাপনে অভিনয় করেন।

 

  • ভালবাসা এমনই হয়
  • কি যাদু করিলা
  • রাত জাগা ফুল

নাটক

 

কোরবান আলীর কোরবানি

বাপবেটার কাপল ট্যুর

বডি স্প্রে

বাপ বেটা মডার্ণ

আবার কাইল্যা চোরা

মিস্টার পারফেকসনিস্ট

ভুল কারো না ভুল ধারণা

গরিবের সুখ মনে মনে

পোশাকে বংশের পরিচয়

লাভ ইন বরিশাল

ঠিকানা

বিশ্বাসে অবিশ্বাস

মাইক

মজনুর প্রেম

রতনে রতন চিনে

এ্যাম্বুলেন্স ডাক্তার

বিশ্বাসে মিলায় বস্তু

যাবোনা অমেরিকায়

ইন্টারন্যাশনাল টাউন

খোদা বক্স দ্যা গ্রেট

একা

রসগোল্লা

আর মাত্র কয়ডা দিন

আলাল দুলাল

স্বপ্নের মাশুল

তিনি এবার বিয়ে করবেন

ছবির দেশে কবিতার দেশে

দুপুর রৌদ ছায়া

ডাকাতের ভাইপো

ড্রেস কোড লুঙ্গি

বিয়ে

নিখোজ সংবাদ

কাইল্লা চোরা

তিন গ্যাদা

খুন

বউ যদি এমন হয়

অসামাজিক

বাপবেটা দেওয়ানা

সরল মানুষ

চিটার জামাই

ভন্ড লাল

অস্থির বানর

টিয়ার খাচা

কলা বাবা

ভদ্র পকেটমার

অনলাইন ডট কম

স্বপ্নের শহর

চোঁরা কাটা

ট্যাবলেট

বদনা চোরের নাতি

চাকর

বোম্বাই দুলাভাই

বারো ভোল্টের বারেক

সেয়ানা জামাই

রুপালি ভাবনা

ইয়েস বস

ঘাম বাবু

ঘুম বাবু

কেন তুমি এলে

জোতিস জাপর

রসিক সুজন

জামাই জদ্ব

ফেইসবুক বিদ্যালয়

ভাগের জামাই

আধুনিক ছেলে

হিরোগীরি

ভিমরতি বিড়ম্বনা

স্মার্ট বউ

বোকার বাক্স

শিল্পী পরিবার জ্ঞানী পরিবার

আলগা সিদ্দিক

অতি কথা ব্যবধান

ভেলা

উল্টা পর্টা

মিথোজীবী

আর্কষনীয় প্রেম

চাদের বউ

লোকাল ডিরেক্টর

পায়েল

থ্রি স্টুডেন্ট

ফটোকপি

গল্পবাজ

ডালিম কুমার

সবকিছু ভেঙ্গে পরে না

বাতাসের ঘ্রান

আজ কিছু হতে চলেছে

কত যে ভালবেসিছি তোমায়

কাজির বিয়ে

সরল সামাধান

মোবারকের লাভ স্টোরি

যাবোনা আমেরিকায়পরিবার ও একটি কোম্পানি

তুতুলের পুতুল

বাগান বাড়ির রহস্য

শুভ বিবাহ

তিনি বিরাট বড় অফিসার

নান্টু ঘটক

পরিষ্কার কুদ্দুস

পিতলা পিরিত

গাড়ি পাগল

অধিকার

কমিটমেন্ট

ভি আই পি ড্রাইভার

জোসনায় ভরা মন

পেইন

অন্তরাল

হরেক রকম প্রেম

পরান যায়রে

হোপলেস মতি

অন্তরার বাবা

ব্যাক্কল মাল

বিয়ের খাচা

ডাবল এম এ

কুস্তি

জোড়া শালিকবিষ পান করবো না

ত্যারা

আজ রাত সারারাত জেগে থাকবো

সোনার ময়না পাখি

পেচুক মানুষএকুশের সকার

ফাকা ফায়ার

অভিনেতার বৌ

সার্থ সুখের মুল

রুবিরন

ফুলের মতো পবিত্র

বন্ধুর চেয়ে বেশি

কদম চোরা

অপয়া

দুরত্বের গুরত্ব

ধারাবাহিক নাটক

 

নোয়াশাল

জুনিয়র আর্টিস্ট

কমেডি ৪২০

বন্ধু তুমি শত্র তুমি

বউ শ্বাশুড়ির বাড়বাড়ি

কোল্ড ওয়ার

ভাইস সিটি

মতলব

বরিশাল প্রাইবেট লিঃ

সালিস মানি তাল গাছ আমার

প্রেম নগর

জীবন সংসার

ক্যাট হাউজ

ছক্কা পাজ্ঞা

বাকির নাম ফাকি

খালি কলসি বাজে বেশি

জামাই আদর

নায়ক

রসগোল্লা

স্বপ্ন চূড়া

ব্রেক ফেল

বউ তুমি কার

জামাই জোট

বিজ্ঞাপন

 

গ্রামীণ ফোন সহ অনেক কোম্পানির বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি

আড়াল করুন
শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
১৯৭৫২০০০  

আনোয়ার হোসেন (১৯৭৫)

রাজ্জাক (১৯৭৬)

বুলবুল আহমেদ (১৯৭৭)

রাজ্জাক ও বুলবুল আহমেদ (১৯৭৮)

দেওয়া হয় নি (১৯৭৯)

বুলবুল আহমেদ (১৯৮০)

রাজ্জাক (১৯৮২)

সোহেল রানা (১৯৮৩)

      রাজ্জাক (১৯৮৪)

       আলমগীর (১৯৮৫)

       গোলাম মুস্তাফা ও ইলিয়াস কাঞ্চন  ১৯৮৬

     আলমগীর ও এটিএম শামসুজ্জামান  ১৯৮৭

      রাজ্জাক (১৯৮৮)

     আলমগীর (১৯৮৯)

     আলমগীর (১৯৯০)

     আলমগীর (১৯৯১)

    আলমগীর (১৯৯২)

       রাইসুল ইসলাম আসাদ (১৯৯৩)

      আলমগীর (১৯৯৪)

       রাইসুল ইসলাম আসাদ (১৯৯৫)

       সোহেল রানা (১৯৯৬)

       রাইসুল ইসলাম আসাদ (১৯৯৭)

       ফেরদৌস আহমেদ (১৯৯৮)

       জাহিদ হাসান (১৯৯৯)

      রিয়াজ (২০০০)

২০০০বর্তমান ·       রাইসুল ইসলাম আসাদ (২০০১)

·       দেওয়া হয়নি (২০০২)

·       মান্না (২০০৩)

·       হুমায়ূন ফরীদি (২০০৪)

·       মাহফুজ আহমেদ (২০০৫)

·       আরমান পারভেজ মুরাদ (২০০৬)

·       রিয়াজ (২০০৭)

·       রিয়াজ (২০০৮)

·       ফেরদৌস আহমেদ ও চঞ্চল চৌধুরী (২০০৯)

·       শাকিব খান (২০১০)

·       ফেরদৌস আহমেদ (২০১১)

·       শাকিব খান (২০১২)

·       তিতাস জিয়া (২০১৩)

·       ফেরদৌস আহমেদ (২০১৪)

·       মাহফুজ আহমেদ ও শাকিব খান (২০১৫)

·       চঞ্চল চৌধুরী (২০১৬)

·       শাকিব খান ও আরিফিন শুভ (২০১৭)

·       ফেরদৌস আহমেদ ও সায়মন সাদিক (২০১৮)

·       তারিক আনাম খান (২০১৯)

·       সিয়াম আহমেদ (২০২০)

·       সিয়াম আহমেদ ও মীর সাব্বির (২০২১)

বিষয়শ্রেণীসমূহ

 

জীবিত ব্যক্তি

বাংলাদেশী নাট্য অভিনেতা

বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা

বাঙালি অভিনেতা

২১শ শতাব্দীর বাংলাদেশী অভিনেতা

বাংলাদেশী মঞ্চ অভিনেতা

বাংলাদেশী টেলিভিশন অভিনেতা

বরিশালের ব্যক্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী

শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) বিজয়ী

 

বিঃদ্রঃ-আমাদের আর্টিকেলটি যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে লাইক,কমেন্ট, শেয়ার করে পাশে থেকে অনুপ্রেরণা যোগাবেন।এবং আরো নতুন নতুন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকলে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে নিজের জানার ব্যকুলতাকে আরো বেগবান করবেন ধন্যবাদ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *